Web Design Company : e-Soft
আমাকে এই কভিড টাইম এ আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি নিজের সংসারের হাল ধরতে পারলাম। বাচ্চার স্কুল এর ফী দিতে পারছি। স্বামী আমার কাজে সাহায্য করছে। আমি এখন হতাশা মুক্ত, অন্য দের ও হতাশা দূর করতে কাজ করছি।
28 May 2020
উদ্যোক্তা শব্দ টা ছোট হতে পারে, কিন্তু এটা অনেক ভারি, এটার অনেক ওজন কিন্তু। অনেক কঠিন একটা জিনিস। তাই কেউ শখের বশে উদ্যোক্তা হতে চাইলে আমি প্রথমেই তাকে না করি। অনেকেই হয়ত ভাবতে পারেন নিশা হয়ত চায়না আমি সামনে এগিয়ে যাই। ব্যাপারটা তা না। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই কথা।
18 Jul 2021
২০২০ সাল থেকেই পৃথিবী অসুস্থ। অসুস্থতা সেরে ওঠার লক্ষণ নেই। অসুস্থতা যে শুধু শারীরিক তা নয়, মানসিক, আর্থিকও। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা বলে শেষ করা যাবে না। কিন্তু তাও আমরা থমকে যাইনি। চেষ্টা করছি নতুন করে বাঁচার। নতুন কিছু করার চেষ্টা থাকছে প্রতিনিয়ত।
22 Jul 2021